বালুকায় গাঁথি আমি সুখ স্মৃতি মালা,
সাগরেতে ভাসে মোর দুঃখ বিরহ জ্বালা।
মুঠো মুঠো স্বপ্নগুলো দুঃখ কণা হলো,
অনুরাগে বিরাগ গুলো নিমেষে মিশিলো।
অশ্রু ভেজা আঁখি মোর সাগরেতে জল,
বিবর্ণ বালুকায় আজি স্মৃতির কোলাহল।


********

তাং: ‌০৩/০৬/২০১৮ ইং
১৮ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল‌:৬.১৬
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত