আমি ঋণী আজও 'স্মৃতি' তোমার কাছে,
শৈশবের ছেড়া চটি অথবা ভাঙা সাইকেলে।
শীতের সকালে আগুন পোহানোর কথা,
অথবা অলকা দিদির চুলে-
তার দিয়ে কাগজ ঝুলিয়ে মজা করা।
যৌবনে মানুষকে ভালোবাসা অথবা অহেতুক
চিন্তামগ্ন হওয়া জীবন জীবিকার খোঁজে।
কতো স্মৃতি মধুর আবার কিছু হলো-
ধ্বংসলীলার আতুর ঘর।
তার পরও স্মৃতি তোমার বড়ো প্রয়োজন-
একাকীত্বের সঙ্গী রূপে!
********
তাং: ১৮/০৫/২০১৮ ইং
৩ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৭.৩০
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত