তোমাকে যত জানি তাতেই কাব্য হয়।
তার পরও আরো দেখি হয়ে বিশ্বয়।
নীল দুটি চোখে তোমার সাগর যে হয়।
তার পর ও এ বুকের পিপাসা যে রয়।
তোমার ঐ দুটি ঠোঁট কত কথা কয়।
তারপরও শুনিতে যে কান পেতে রই।
তোমার ঐ দুটি গালে কত হাসি হাসে।
তাই বুঝি এই মন আরো ভালোবাসে।
তোমার সোনালী কেশ উড়িলে বাতাসে।
লজ্জায় লাল হয় নববধূ কার নব সাজে,
মালা করে মনে রেখো স্স্মৃতি করো না,
ভালবেসে গেয়ে যেও গল্প বলে ভূলোনা।