মনে পড়ে মায়ের কথা,
বর্ষা দিনে ঝরা ব‍্যথা!
চাঁদের আলো মাটির মুখে,
মুখ লুকাতাম তোমার বুকে।
স্নেহ আদর মধুর যতো,
উজার করে দিতে ততো‌।
চাইতাম আমি বেশি বেশি,
রাগের ডঙে হতে খুশী!
ঝরে পড়া পাতা গুলো,
স্মৃতি হলো মেখে ধূলো।
মা জননী তুমি আমার,
ভালো কাটুক জীবন তোমার।

********

তাং: ০৭/০৫/২০১৮ ইং
২৩ বৈশাখ,১৪২৫ বাং
সকাল: ৬.১৯
নিজ বাসভবন,
ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত