শিশুদের মৃত্যু যন্ত্রণা বিশ্বজোড়া ত্রাস,
হামাগুড়ি দিয়ে চলে ভয়ে সন্ত্রাস।
ঘর্ম সিক্ত দেহে  ছাই মাখা কালি,
অভ‍্যস্থ হয়েছে তারা দেখে নরবলি।
সন্ত্রাসীদের নির্লজ্জ রাইফেলের গুলি,
নিমেষে ফাঁটিয়ে দেয় সদ‍্য প্রসবার খুলি।
মানবতা হারিয়েছে  দিগন্তের সীমায়,
তবুও দৌড়তে চায় শুধু বাঁচার আশায়।
এবিশ্ব দরবারের  শিশু কাঁদে বারেবারে,
কেউ কি শুনে তাহা ক্ষণিকের তরে!
মিথ্যা আস্ফালন আর হীনমন্যতার গ্লানি,
ঢেকে রেখেছে আজ‌ও শিশুদের হাতছানি।
*****
তাং: ২/০২/২০১৯ ইং
সকাল-০৯.০৯
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত