হৃদয়ের বাগানে,
বিরল ফুল,
স্নেহ মেখে ফুটেছিল সেই দিন।
নীরব রাতে
উষ্ণতার অভিলাষে,
ভালবাসার অভিব্যক্তি ছিল সত্য।
ঝড়ো সমুদ্রে-
স্নেহের নোঙ্গর,
নকশা করা পথে আত্ম বিচলন।
ঝড়েপড়া অশ্রু,
ভাগাভাগি করে
ইতিহাস মুছে ফেলি সেই দিন।
নীরবতাই বুঝি
ভালবাসার শেষ ভাষা,
জীবনের ক্যানভাসে শিল্পীর ছবি।