'শিল্পগ্ৰাম'-এ মুক্ত মঞ্চে বসে আছি
আমি একা তারে ভালোবেসে।
শিশিরেতে ভেজা ঘাস,
দেবদারু আর বাহারি ফুলে সাজানো মাঠ।
কাক শালিকেরা ডাকে সুখে,
প্রভাত হয়েছে আবারও পৃথিবীতে।
লক্ষ শিল্পীর পরশে ধন্য এ শিল্পভূমি,
প্রধানমন্ত্রী রাজ্যপালেদের আনাগোনা
এই শিল্প ও শিল্পীদের দেবভূমিতে।
ভালো লেগেছে সবই তবুও রয়েছে
কিছু বেদনা-পরিচর্ষায় খামখেয়ালিপনা।
আবারও সেজে উঠুক শিল্পগ্ৰাম
শিল্প ও শিল্পীর তাগিদে।
*********
তাং: ৯/০৯/২০১৮ ইং
২৩ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ৬.০০ঘটিকা
শিল্পগ্ৰাম।গৌহাটি;
আসাম, ভারত