স্বার্থের দরজা ভেঙে হঠাৎ বেরিয়ে পড়ে,
-একটা মস্ত বড়ো জঙ্গলী হাতির শুঁঁড়!
আসে পাশের গুল্মরা চিৎকার করে ডাকে,
-"বাঁচাও! বাঁচাও!"-কিন্তু কে কার কথা শুনে।
নিমেষে স্বদেশের কদলীরা সমূলে উৎপাটিত।
শতাব্দী গুঙিয়ে বলে,"এখনো সময় আছে;
যদি পারো মাহুত ডাকো।নয়তো-তরু গুল্ম
সব‌ই  হবে বিপন্ন নিশ্চয় স্বার্থের আগ্ৰাসনে।"

********
তাং: ০৪/০১/২০১৯ ইং
সকাল-8.৩১
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত