পথের কাঁটায় হতাশ হয়ে দাঁড়িয়ে আছি,
জীবনের ভারে হতাশা চেপে বসে আছে।
একটু সাহায্য চাই, একটু সঙ্গ চাই,
একটু আশার আলো দেখাতে পারো কি?

দীর্ঘ পথ হেঁটে এসেছি একা,
অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এসেছি।
কিন্তু এখন আর হাঁটতে পারছি না,
পড়ে যাবো মনে হচ্ছে।

একটু হাত ধবে কি আমার,
আমাকে এগিয়ে নিয়ে যাবে কি?
আমি আবার হাঁটতে পারবো,
আবার লড়াই করতে পারবো।

তোমার সামান্য সাহায্য চাই শুধু,
আমার জীবন হতে পারে অনেক পরিবর্তন।
আমি আবার আশা নিয়ে বাঁচতে পারবো,
স্বপ্ন দেখতে পারবো তোমাকে নিয়ে।