প্রকৃতির খেয়ালেতে আসা ও যাওয়া,
তার মাঝেই সাধে সব চাওয়া পাওয়া।
অমাবস্যার চাঁদে যেন গোমটা দেওয়া,
আঁধারেতে কোন কিছু যায় না দেখা।
কখনো হৃদয়েতে অসহ্য দহন জ্বালা,
আবার কখনো আনন্দতে আত্মহারা।
জীবনের দাবদাহের ঘৃতাহুতির মাঝে,
এই টুকু ভালোবাসা শেষ পূঁজি তাতে।
***********
তাং: ১৬/০৮/২০১৮ ইং
৩০ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত:৯.০৪
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত