শপথ দিনে প্রফুল্লিত মনে,
রাজ‍্যভার তুলে দিলো জনগনে।
রাজনীতির রথচক্রে তুমি সারথী,
প্রবাহিত হলো আশার ভাগীরথী।
বদলায় নেতা বদলায় রাজনীতি,
পুরাতনের কখনো হবে  বিস্মৃতি।
নবো যুগে নবো আশা,
জনমনে সৃষ্টির নতুন প্রত‍্যাশা!
সমাজ-সংস্কার সৃষ্টির আলো,
জ্বলিবে এবার ঘু‌চিয়ে কালো।
সকলের সাথে সকলের বিকাশ,
বাহ্, বিপ্লব তোমাকে সাবাস!
রচে চলো তুমি বন্ধু,
বঞ্চিতের বিজয় ইতিহাস সিন্ধু।
নরনারী রাজ‍্যবাসি নিয়েছে শপথ,
বিশ্বাসের জোয়ারেতে ভরা রাজপথ।


     ***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১০/০৩/২০১৮ ইং
   ২৫ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৬.২৯