একটি মামলা করা হয়েছে-
আর সেই মামলা জয় করার জন্যই
ভালো উকিল নিয়োগ করা হচ্ছে!
উপহাস যোগ্য; শর্তাবলী
প্রতিদ্বন্দ্বিতা করতে জোগাড় করা হয়েছে নিশ্চয়?
সময়োপযোগী পুরুষের প্যাটার্ন
"আমাদের" - সাংস্কৃতিক বিজয় পতাকা নিয়ে।
সচেতন বন্ধুদের মধ্যে
বরাং বার জয় ধ্বনি শোনা যাচ্ছে!
অথবা, কেউ কেউ বলছে -এই সব মিথ্যা প্ররোচনা ।
আমি আর লিখতে চাই না-
কেননা-আমার লেখা আমাকেই এক বিস্তীর্ণ সরু কোণে নিয়ে যাচ্ছে।
লেনদেনের সংক্রমণ বুঝি আমাকেও
আক্রমণ করে চলেছে?
কবিত্ব "প্রগতির" হিসাবে-
একালের অভিজাত জনপ্রিয় চর্চায়—
লক্ষ্যহীন যুবকদের ভিড়ে নিজেকে খুঁজি নিজেই।
আমার পরিচয় জটিলতা ক্রমশই বেড়ে চলেছে-
প্রত্যয়িত-
ইতিহাসের প্ররোচনার সাথে
গালিগালাজ করা আর শৃঙ্খলাবদ্ধ হওয়া-
আমরা বড়ো প্রয়োজন?
অগ্রগামী সময়সূচী-পেশা-মানে?
যা বলা যায় না -
তাই- বেশ জোর দিয়ে বলা।
পোশাকের রোমাঞ্চ - মর্যাদা? নিঃপ্রয়োজনিয়
অগ্রাধিকারের নিয়েই পুনর্মিলন উন্মাদনা-
ইতিমধ্যে-
চরম উপলব্ধি-
অনুশীলন করতে হয় না- তাতেই সুখ?