নীরবে সহ‍্য করেছি কতো,
অন‍্যায় প্রসব ব‍্যথা!
আঘাত পেয়েছি কতো,
তবুও একান্তে মুছিলাম ক্ষত!

********

তাং: ০৮/০৪/২০১৮ ইং
২৪ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৫.৪৮
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত