সাদা কালো ক‍্যামেরার ছবিগুলো দেখিনা,
শুধু রঙধনু মেশানো প্রজাতি ডানা!
দূর্বাঘাস মেঠোপথে আমাদের বাড়ি,
খেঁজুরের গাছে বাধা রসের হাঁড়ি।
রবি রশ্মি ভেজা পাকা ধান ক্ষেত,
প্রাইভেট মাষ্টার হাতে দিতো বেত।
কাঠের দরজায় ছিলো বাঁশের সেঁউতি,
জাল নিয়ে বের হতাম হাতে ডেউটি।
কালো কালো ঝোপ গুলো ভূত মনে হতো,
গাছে ঝুলা বাদুরেরা ভয় কতো দিতো!


***********
তাং: ‌২৯/০৭/২০১৮ ইং
১২ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল: ৮.০০
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত