রজনী বিদায় বেলা,
আজি বিদ্যুৎ চমকিলা!
মেঘ গর্জন শুনি,
বর্ষণে কানা-কানি।
নির্বাসিতা বারি বিন্ধু,
আসিলা ফেলি সিন্ধু।
হিমেল হাওয়া বহে,
ক্ষণপ্রভা রহে রহে!
জাগিল নতুন ধরনী,
সদ‍্য স্নাতা কামিনী!

বেলা চলে হেলা ভরে,
প্রকৃতি সুন্দরী ডাকে মোরে!
দীপ্তি ভরা পূর্ব আশা,
বাধিলো সুখ স্বপনে বাসা!
অমর প্রকৃতি প্রেমে কবি,
আঁকে যেন কতো ছবি!
প্রাচীন হৃদয়ে নবীনের খেলা,
ছুয়ে দেখি আমি একলা!
বজ্র নির্ঘোষ আঁধারের ঘরে,
ডাকিয়োনা প্রিয়ে তুমি মোরে!

   ***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/০২/২০১৮ ইং
   ১৩ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৬.০০