কতো এলো চলে গেল পুরুষ-মহাপুরুষ,
ব্রিটিশের ছিল ভগৎ-এ আক্রোশ!
দেশহিতে পঞ্চভূতে হইলো বিলীন,
সেদিন পুত্রহারা এ দেশ হয়েছিলো মলিন।
তেইশের যুবক সে সংগ্ৰামী শহীদ,
সঙ্গেতে ছিলো তাঁর আরো দুই সুহৃদ।
রাজগুরু-শুকদেব পড়েছিল ফাঁসি,
ঘুচাতে ভারত মাতৃকার পরাধীনতার নিশি।
২৩শে মার্চ ১৯৩১ খ্রিষ্টাব্দে,
দেশ কেঁপে উঠে ইনকিলাব জিন্দাবাদে!
মৃত্যুঞ্জয়ী বীরসন্তান ভগৎ সিং যারা,
রাখিবো চিরস্মরণে ভারতীয় মোরা।
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/০৩/২০১৮ ইং
৮ চৈত্র,১৪২৪ বাং
সকাল: ১.৫৯