আকাশটা ডানা মেলে উড়ে যায় দূরে,
বারেবারে মানা করি নিও নাকো মোরে!
'আমি তো ভালো আছি আপন আলয়ে,
ডাকো কেন তুমি বলো উড়াবার ছলে?'
হেসে বলে মেঘ রাশি,"চলো উড়ে যাই,
বৃষ্টি হয়ে ঝরে পড়ি যেথায় যখন চাই।
মন যদি চায় জেনো ডানা নাহি লাগে,
উড়িতে লাগে শুধু সাহস খানি আগে।''
********
তাং: ০৭/০১/২০১৯ ইং