কখনো চাইতে পারিনা ফেরত
অতীতের ফেলে আসা দিন গুলো।
মনের দরজায় কড়া নাড়ে,
বুকে এক অদ্ভুত বেদনা জাগে,
কখনো চাইতে পারিনা ফেরত তারে।
যে দিনগুলো গেছে চলে,
সে দিনগুলো ফিরে আসবে না,
হৃদয়ের গভীরে কাঁটা ফুটে,
কখনো চাইতে পারিনা ফেরত তারে।
যারা ছিলো বন্ধু প্রিয়জন,
তারা এখন হয়তো অন্য জন,
তাদের স্মৃতি বুকে নিয়ে,
কখনো চাইতে পারিনা ফেরত তারে।
সুখের দিনগুলো ছিলো কম,
দুঃখের দিনগুলো বেশী,
জীবনের এই চলার পথে,
কখনো চাইতে পারিনা ফেরত তারে।
ভুলগুলো করেছি অনেক,
সময় নষ্ট করেছি বৃথা,
পেছনের দিকে তাকালে মন কাঁদে,
কখনো চাইতে পারিনা ফেরত তারে।
বুঝতে পারি এখন জীবনের মূল্য কত ,
সময়ের অপচয় করে হল ক্ষতি,
আগামী দিনগুলোকে সুন্দর করতে,
কখনো চাইতে পারিনা ফেরত তারে।
হয়তো কখনো ফিরে পাবো না,
যা হারিয়ে ফেলেছি আমি,
তবুও চলবো এগিয়ে, বুঝি
কখনো চাইতে পারিনা ফেরত তারে।