তোদের মুক্তি নাই বুঝি, চোর বাটপার ছাড়া,
চালক, পরিচালক, কর্ণধার সবাই উলঙ্গ আজ
রাজসভা ঘিরে।
যারা কিছু বুঝে তারাও বুঝি আজ-
কুকুরের পেচ্ছাবে কুল কুচি করে।
রা করতে ভয় হয় পদস্খলনের ভয়ে।
কাপুরুষের ভিড়েতে পুরুষ হারিয়ে গেছে
উকিলের ভুল ব্যাখ্যা বিভ্রান্তিতে-
আজ বুঝি মা দিদিদের সতিত্যের পরীক্ষা করার
দায় ভারও নাকি- তোদেরই হাতে ।
আবারো ফিরেছে দেশে সহমরণ-
বর্বরদের অকথ্য কথা -মাঝে মাঝে নির্লজ্জদের হাততালি।
আঠারো শতকের হীন ধর্ষকেদের আস্ফালনও
আজ হার মানে যেন তোদেরই কাছে।