মনের কোণে জমা আছে,
জানা অজানা ভাবনা গুলো।
কখনো মৃদু, কখনো তীব্র,
ঝড়ের মতো বয়ে যায় মনে।
কখনো সুন্দর স্বপ্নের মতো,
আকাশে ভেসে বেড়ায় কল্পনা।
কখনো আবার ভয়ের আঁধারে,
হারিয়ে যায় সব আশা।
কত রঙে ভরা এই মন,
কত গল্প লুকিয়ে আছে ভেতরে।
কখনো হাসি, কখনো কান্না,
জীবন রুপান্তরের খেলা চলে।
ভাবনা গুলোই হল আমার সঙ্গী,
যারা করে জীবনকে সমৃদ্ধ।
ভালো মন্দ সব মিলিয়ে,
এটাই তো জীবনের আসল ছবি।