মনে আমার রঙ লেগেছে,
সাত রঙেতে আকাশ সাজে।
একটু করে হাসে আকাশ,
ধীরে ধীরে বইছে বাতাস।
দিনের শেষে চাঁদের আলো,
বৃষ্টি পড়া বন্ধ হলো।
একটা পাখি মনের ভেতর,
ঝাপটে ডানা মারে ঠোকর।
মনের গলি চোরা বালি,
প্রাণ বাঁচাতে কিনা বলি।
হাঁসি খুশী জীবন পথে,
মৃত্যু যদি আমায় ডাকে।
বলব আমি একটু পরে,
দেখা হবে তোমার ঘরে।
মায়ার মায়ায় আলোর ছায়ায়,
জীবন রাখুক ব্যস্ত আমায়।
***********
তাং: ২২/০৮/২০১৮ ইং
০৫ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত:৯.৪০
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত