ক্রন্দনের শব্দ শুনি দূরে কোন গ্ৰামে,
বিবশ মন জেগে উঠে গভীর স্বপনে।
খোঁজে চলি একা আমি আঁধারের পথে,
বিরহ বিধুর রাতে শুধু জোনাকিরা সাথে।
সুরের ঝঙ্কারে যেন কেউ করে তাড়া,
আমি বুঝিতে নাপেরে কিছু হ‌ই দিশেহারা।
অশান্ত হৃদয়ে শুনি বজ্রের নির্ঘোষ নাদ,
বুঝি এবার কাদম্বি রাক্ষসী পেতেছে ফাঁদ।
ঢেউএ ঢেউএ ভেসে আসে অশান্ত বাতাস,
কালো আরো কালো হলো মেঘলা আকাশ।
ছুয়ে-খেয়ে দেখে সে কার কিবা স্বাদ,
অগ্নিময়ী রূপ তার পড়ে যদি কেহ বাদ।

********

তাং: ‌২৬/০৬/২০১৮ ইং
১১ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৫.১৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত