আজি এ পূন‍্য লগনে-
বাধিব রাখী তোমারে সযতনে।
রাখীর এই রাঙা সুতো গুলো,
মুছে দেবে সব আধাঁরের কালি।
পুষ্পাঞ্জলি পরশে মন্ত্র গাহিয়া,
বাধিব রাখী আজি আনন্দে নাচিয়া।
ভ্রাতৃত্বের বন্ধনে বাধিবো জগৎ,
আনন্দ জোয়ারে প্লাবিত পথ।

***********
তাং: ‌২৬/০৮/২০১৮ ইং
০৯ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত:১০.৪৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত