এক‌ই কথা বারে বারে,
               বলিনা যে আর।
লাগলে ভালো ব‍্যথা দিতে,
               করিও তা আবার।
অচল আঁখি নিথর দেহ,
               দেখবে শুধু আর।
মিষ্টি সুরে সৃষ্টি কথা,
               বলবো না এবার।
ক্ষণের লাগি চোখ মুদিলে,
               ভালো লাগে যার।
জীবন দিয়ে পুতুল খেলা,
               চাইনা তো আমার।
স্নেহ ভরা কোলে তোমার,
               মাথা বলো কার?

********

তাং: ‌২৯/০৬/২০১৮ ইং
১৪ আষাঢ়,১৪২৫ বাংলা
রাত:১০.২৭
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত