সেই পুরাতন জানালাখানা
খুলতে গিয়ে দেখি,
মাকড়সার জালে আটকা পড়েছিল তা।
বিন্দু বিন্দু ঘুনে কাটা কাঠ গুড়ো,
আর ফাঁপা জানালার তক্তা খানা।
শুকনো ঝরা পাতা ভরা বারান্দায়,
খসে পড়া ইতিহাসের পুরাতন পাতা।
সে প্রাচীন তবু ভালোবাসি তারে,
একদিন যা ছিল সৌন্দর্যের ঠিকানা।
********
তাং: ১২/০৪/২০১৮ ইং
২৮ চৈত্র,১৪২৪ বাং
রাত:০৯.৩০
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত