হৃদয়ের কথাগুলো শুকিয়ে গেছে আজ,
বিধির বিধানে পড়েছে দেহে ভাঁজ।
না তবু; কথা রেখে যাই-
পুরাতন দিনগুলোর ছবি আঁকি তাই।

********

তাং: ৩/০৬/২০১৮ ইং
১৯ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৫.০২
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত