পরীক্ষা চলছে চারিদিকে,
সঙ্গে অঘোষিত প্রতিযোগিতাও বুঝি!
এক টুকরো মাটি একখানা চেয়ার,
আর সটান বুকে লাগানো সোনালী ব্যাচ।
সঙ্গে নেতা মন্ত্রী থাকলে নতজানু হওয়া,
একটাই বুঝি জীবনের স্বার্থকতা!
যতটুকু পেছনে যাওয়া যায় তার পর,
যদি দেওয়াল থাকে পিঠ অবশ্যই ঠেকবে।
ঘুম ভাঙবে খেলনা চেয়ারটা-
হয়তো থাকবে না,
সঙ্গী সাথী খুঁজে পাওয়া যাবে কিনা- জানি না।
যে দিন ধৈর্যের বাঁধ ভেঙে পুঁজি ভেসে যাবে,
সেই দিন হয়তো দর্পণে-
জীবন্ত লাশের প্রতিচ্ছবি দেখা যাবে!
********
তাং: ২৩/০৪/২০১৮ ইং
৯ বৈশাখ,১৪২৫ বাং
রাত:১০.৪৫
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত