প্রতিবেশী মানে পাশের মানুষ,
সকাল সন্ধ্যা দিন দুপুর যাদের যায় দেখা!
কথা বলা গল্প করা কখনো বা রাগারাগি হয়,
তবুও  ধৈর্য্য ধরে সহে নেওয়া,
কারণ সেই তো বন্ধু বিপদের সময়।
আত্মীয় যারা র‌ইলো দূরে,
আসবে তারা অনেক পরে।

***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৫/০৩/২০১৮ ইং
    ১০ চৈত্র,১৪২৪ বাং
       দুপুর:২.০৫