আনন্দ পথে নিয়ে চলো মোরে,
বিদায় যাত্রার বিরহিণী রাত্রি।
এভাবেই যেন আমি আসি-
বারে বারে তোমারই কাছে।
বাঁধা যেন নাহি আসে,
গভীর রাতের গহন পথে।
বহুরূপে তুমি সাজো রজনী,
মুছে দিও মোর বিরহ বেদনা।
অগনিত তারার সমুজ্জ্বল রাতে,
প্রশান্তি খুঁজি আমি-
পৃথিবী তোমারই আনন্দময়ী বুকে।

********

তাং: ২৪/০৫/২০১৮ ইং
৯ জৈষ্ঠ,১৪২৫ বাং
দুপুর:১২.৩১
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত