হে পৃথিবী!
মুগ্ধ আমি তোমার রূপে,
আমার চোখের আশ্রয় তুমি।
ভালোবাসার শেষ বিন্দু মোর,
ঝরেছে দেখো তোমার বুকে।
রাজ্যে রাজত্বে আছো তুমি,
তুমিই আমার প্রকৃতি পৃথিবী।
********
তাং: ২/০৬/২০১৮ ইং
১৮ জৈষ্ঠ,১৪২৫ বাং
বিকাল:২.৫৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত