অর্ধাঙ্গিনী বলি আমি তারে-
'যে নির্দিধায় সপেছিল নিজেরে।'
মায়াময় পৃথিবীতে প্রেমময় স্বভাব,
ভালোবাসি তারে যে ঘুচালো অভাব।
নতুনের ডাকে জাগে আশা কতো,
পাহাড়ের বনে ফোঁটা ফুলের মতো।
আপনারে খোঁজে চলি যে পথে,
আঁখি মেলে দেখি প্রিয়ে তাতে।
সুদূর পথে ফিরিবে কখন ঘরে,
সেই প্রিয়তি যে জাগে অন্তরে।
********
তাং: ০৫/০৬/২০১৮ ইং
২০ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৬.৪৬
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত