নতুন সূর্যের আলোয় ঝলমলে ভোর,
আজ গণতন্ত্রের মহা উৎসব,
ভোটের আয়োজন সকল ঘরে ঘরে।
পতাকা উঠেছে নীল আকাশে,
বাজছে শঙ্খ, বেজে উঠছে ঢাক ঢোল,
মানুষের মনে উৎসবের আনন্দ।
শহর, গ্রাম, পাহাড়, বনানী,
সকল নারী-পুরুষ এসেছে আজ,
নিজের অধিকার মনে রেখে,
ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে।
তরুণ, বৃদ্ধ, সকলেই উৎসাহী,
দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্বে,
নিজের মত দিতে হবে আজ,
ভোটের মাধ্যমে ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে।
প্রত্যেকের ভোট মূল্যবান,
দেশের সম্মান রক্ষার অস্ত্র,
সঠিক প্রার্থীর পক্ষে ভোট দিয়ে,
দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি ভুলে,
সকলে মিলে ভোট দিতে হবে,
সবার মিলিত শক্তিতে,
দেশকে গড়ে তুলতে হবে সোনার ভারত।
ভোট দান করুন, অধিকার প্রতিষ্ঠা করুন,
দেশকে এগিয়ে নিয়ে যান,
সবার মিলিত প্রচেষ্টায়,
গড়ে তুলুন সমৃদ্ধ ভারত।