ছায়ার ভেতর ছায়া খোঁজি-
নিমজ্জিত পাথর।
শত মানুষের পদচিহ্নে
আঁকা মরুভূমি।
প্রসন্ন নয় কেউ যেন আজ
স্মৃতির খেলা ঘরে!
অন্ধগলির ফাঁকে ফাঁকে
ফাঁসির দড়ি ঝুলে।
      ^^^^^^^^^^^