তুমি কেমন আছো?
জানতে বড়ো ইচ্ছে হয়!
আকাশ ভরা মেঘের মাঝে-
লুকানো ধ্রুবতারা!

তোমাকে খোঁজি আমি;
বাঙলার কাঁশ বনে....
রবি শশী তলে,
উচ্ছল ঝর্ণাধারা!

আমি জেগে আছি-রাতভর,
প্রতীক্ষায় পাগলপারা।
আমার জীবনে তুমি-
আসো হে আনন্দধারা!

***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/০৩/২০১৮ ইং
    ৩ চৈত্র,১৪২৪ বাং
       সকাল: ৬.৩৩