আবারো যদি একটি উদ্যত কন্ঠ,
চিৎকার করে বলে-
"তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেবো"
সে যদি ফিরে আসে আবার-
বিষাক্ত চক্রান্তের মাঝে নিষ্ঠুর যবনিকা টেনে
বলে ‘আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ’!
স্বদেশচিত্তে নবজীবন সঞ্চার করে বলে
জাতিভেদ, পণপ্রথা মানছি না, মানবো না।
সুদীর্ঘ ইতিহাসের তালা ভেঙ্গে –
সকল দাসত্ব শৃঙ্খলকে মুক্ত করে দেয়
তবে আমরা কি চাইবো সেই ভারতকে?
উন্মোচিত করে দেয় যদি কলঙ্কের ধারাপাত
আর যদি বা প্রতিজ্ঞা ও আদর্শে লাগা রক্তের দাগ মুছে দেয়;
তাতে কি ব্যক্ত অব্যক্ত স্বতেজ সভ্রম-মর্যাদা নষ্ট হবে আমাদের?
কেন কাঁদে তবে আজও শত ভাই বোন-
ভিক্ষার থালা হাতে জগন্নাথ পুরীতে অথবা বারানসিতে?
লাঞ্চিত বঞ্চিত অসহায় মানুষের নেতাজী যদি-
আবারো ডেকে বলে, ‘দিল্লী চলো’।
যাবে কি তোমরা সে দিন তার সাথে
ভারত মাতার সুপুত্রের বলিদানের প্রতিদান দিতে?