বসন্ত এলো বুঝি মনে,
ঐ লাল ফাগুনের বনে।
ভালোবাসি, ভালোবাসি,
তুমায় দেখে এমনি হাঁসি!
এই দোলেতে আবির দেবো,
মন ভরে তোর ছবি নেবো!
কাব্য কথা লিখবো আমি,
শুনবে কি গো প্রিয়ে তুমি?
ভালোবাসার অজুহাতে,
ছবি আঁকি দিনে রাতে,
মনটা আমার ঘুড়ির মতো,
উড়ে কেন দূরে এতো!
শুনতে থাকি কোকিল কন্ঠী,
আমি যেমন প্রেম পন্ঠী!
চৈত্র মাসে বসবে মেলা,
তোমায় নিয়ে নাগরদোলা!
কবির বাড়ি চা-মিষ্টি,
করবো আরো নতুন সৃষ্টি!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/০২/২০১৮ ইং
১০ ফাল্গুন,১৪২৪ বাং
বিকাল: ৪.৫৭