আশ্চর্য মানুষ! নিজেকে নির্দোষ প্রমাণ করা চাই।
তুলনা হয় বাক্ বিহীন ফুলের সঙ্গে -
কেউ কি মিছিল করেছে  প্রমাণ চাই.. প্রমাণ চাই!
প্রমাণ তোমাকে দিতে হবে.....
প্রয়োজন নেই, প্রমাণ যে চাক্ষুষ সাক্ষী অনেক আছে।
আর তুমি আমিতো আছিই!
নিজের নির্লজ্জতা ফুল দিয়ে ঢাকা যাবে কিনা জানিনা!
প্রতিবাদ কি ছিল কিছু?
ফাগুনের সন্ধ্যায় সাক্ষী হয়েছি ভাদ্রের পাশবিকতার।
    **********