ইশারায় বলে প্রকৃতি ভালোবাসে সবে,
প্রকাশের ভাষা তার সহনের মাঝে।
নিঃশব্দে ফুল ফল দিলো আরো কত,
শরীরে শিহরণ হয় অপরূপ রূপ শত।
গাছেরা কথা কয় নিশ্বাসে প্রশ্বাসে,
অক্সিজেন পাই মোরা এই বাতাসে।
পাখিরা গান গায় ডালে ডালে বসে,
পশুরা ঘুরে বনে আনন্দ উৎসাসে।
জন্ম মৃত্যু সবই হয় প্রকৃতির কোলে,
সুখী তাই সর্বদাই সে ভুল শুদ্ধ ভুলে।
********
তাং: ২৮/০৫/২০১৮ ইং
১৩ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৮.১৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত