ট্রেন চলার শব্দে,
জেগে উঠে পৌছে যাওয়ার পিপাসা।
গোধূলির হিমকান্না কৃষ্ণবর্ণ গহ্বরে,
ভালোবাসার আবেগ টানে পথচলা।

********

তাং: ১৭/০৫/২০১৮ ইং
২ জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:১০.৪১
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত