পিপাসুকে খোঁজে পাবার নেশায় আমি-
বুঁদ হয়ে আছি।
যতটুকু মনে পড়ে- একটি কচুপাতায়,
বৃষ্টি বিন্দু হয়ে ঝরে পড়েছিলাম-
গত বৈশাখ মাসে!
বাতাসের তাড়নায় দুলেছি বহুবার-
তবুও মাটিতে গড়িয়ে পড়তে পারিনি।
পড়তে পারলে অবশ্যই ভালো লাগতো,
কিছু ক্ষণ পর আকাশ পরিস্কার হলো।
আবারো রোদ উঠলো ঝিকমিক করে-
আর আমি নাচতে থাকি,
না চাইলেও পারদের মতো টলমল করে।
আবার আমি উড়ে যেতে বাধ্য হয়-
রৌদ্র তাপে;
এবার মেঘে মেঘে ঢেউ হয়ে ভেসে আছি
আজও-আকাশেরই বুকে।
আবারও আমার ঝরে পড়তে ইচ্ছে হয়-
তবে এবার কচুপাতায় নয়
বা কোমল ঘাসেও নয়!
সোজাসুজি শতবর্ষের শুষ্ক উত্তপ্ত মরুভূমিতে,
যেন সে, মুহুর্তেই আমায় চুষে নিতে পারে-
তার চির পিপাসিত বুকে।
********
তাং: ১৫/০৫/২০১৮ ইং
৩১ বৈশাখ,১৪২৫ বাং
বিকেল:৩.২২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত