সহজ সরল জীবন দাও!
পৃথিবীর বিলাস বহুল সম্পদে,
মন ভরে না, চায় আরো, আরো কিছু।
তবু যেন সুখ আসে না এই সবকিছুতে,
চাই সহজ সরল জীবন, মনের প্রশান্তি পেতে।

অট্টালিকার কোঠায় বন্দি জীবন,
স্বাধীনতার স্বাদ মেলে না এখানে।
চাই নীল আকাশের নিচে, মুক্ত পাখির মত,
উড়ে বেড়ানো, গান গাওয়া, স্বপ্ন দেখা।

ধন-সম্পদের পাহাড়ে ঘেরা মন
অতৃপ্ত সারা জীবন।
চাই প্রকৃতির কোলে, সবুজের মাঝে,
শান্তিতে বসবাস, মনের মত জীবনযাপন।

কৃত্রিম আলোর ঝলকানিতে,
চোখ ধাঁধিয়ে যায়, মন হারিয়ে ফেলি আমি।
চাঁদের আলোয়, তারার আলোয়,
নিজেকে খুঁজি ভাই।

ভোগ-বিলাসের পেছনে ছুটে  দিন হবে যে শেষ,
সরল জীবন, শান্ত মন
চাই আমি যে চাই।
সবে মিলে করি চলো পৃথিবী শান্তিময়।