শত শত সংশয় তার মাঝে পথ চলা,
শুধু কথা বলা নয় কাজটুকু করা।
ভুল সিদ্ধান্ত যা বাস্তব বিরোধী-
টেনে নেয় অন্ধকারে দুঃখের ছড়াছড়ি।
আরো কিছু আছে যা আপাতত তেতো,
ফল তার অতি ভালো সইলে কষ্ট।
বাগানেতে ফোঁটা ফুল দেখতে সুন্দর,
তুলিলে শুকায় তা সময়ের অন্তর।
জীবনের নিয়মনীতি কঠিন আর সোজা,
মেনে নিলে লাভ হয় নয়তো বোঝা।
আলো যদি সাথে থাকে রাতটাও ভালো,
নয়তো চারিদিক লাগে শুধু কালো।
*****
তাং: ০৫/০২/২০১৯ ইং
সকাল:০৮.৪৪
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত