মঞ্চের খোঁজে ফিরেছ তুমি,
চলে যাও দূর বহু দূরে।
মাটি ছোঁয়া পায়নি তোমার,
পাত্রের খোঁজে হন্য আজও!
আবিরের নানা রঙ অবয়বে মেখে,
পারিনি বন্ধু তাই চিনিতে তোমায়।
জোয়ারে ভাসা নৌকাটির মতো,
ঢেউয়ে ঢেউয়ে চলো তুমি-সাগরের স্বাদে।
আত্ম দন্দ্ব বাক্য দন্দ্ব-আছে কতো কিছু,
গীতা হাতে প্রেমময়ী সলিল সবিতা।
আজও আমি সেই আমি,
রিয়্যালিটি-প্রদর্শনীতে নয়।
সৈন্যের দায়িত্বে রয়েছি জেনো,
দিতে হবে তোমার আসল পরিচয়!
********
তাং: ০৮/০৫/২০১৮ ইং
২৪ বৈশাখ,১৪২৫ বাং
সকাল: ৭.১৭
নিজ বাসভবন,
ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত