উঠবে গোলাপ ফুটে, তোমার ঠোঁটে
মধুর হাসি, মৃদু বাতাস।
চোখে তোমার আকাশ,
হৃদয় কাঁপে, মন উতলা।
তোমার স্পর্শে বাজে বাঁশি,
মন ভরে আশায় আশায়।
উষ্ণ চুম্বনে মুখ ছেয়ে,
উঠবে গোলাপ ফুটে, তোমার ঠোঁটে।

সূর্যের আলো, জ্যোৎস্নার রাত,
তোমারই রূপের আভা।
স্বপ্নের দেশে হারিয়ে যাই,
তোমারই মোহে পাগল হয়ে।
তুমি আমার প্রিয়তমা,
জীবনের একমাত্র সাধনা।