যে ছিল মনের বনে,
      উড়ে গেল আপন মনে।
চেয়েছি আমি ঐ পাখিটি,
      যে আমায় দিল ছুটি!
বিভোর হয়ে তাকাই তারে,
      দুঃখ জ্বালা বলবো কারে!

********

তাং: ৬/০৬/২০১৮ ইং
২২ জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:৯.১৪
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত