ওগো নারী,
তুমি যেন ফোটা ফুলের সুরভী!
সংসারে আলোক বর্তিকা তুমি,
চোখের মণি ওগো রমনী স্নেহময়ী!
আদি অনাদি সৃষ্টি সুখে উৎফুল্লিতা,
নব অঙ্গীকার তবো হৃদয়ের তরে।
স্বর্গ মর্ত সুখ দুঃখের অনুভবে,
সুন্দরের পূজারী তুমি চিরকাল।
সন্ধ্যায় রাতে গোধূলি আর প্রভাতে,
প্রস্ফুটিত নয়নতারা জীবন অঙ্গনে।
তবো কোমল স্পর্শে শিহরিত মনে,
প্রতিবিম্ব জাগে শত আয়নার মতো।
ভাঙে কখনো দিবা স্বপ্ন জীবনের পথে,
অতৃপ্ত জগতে আবার পরিপূরক বিনা।


********

তাং: ০৫/০৫/২০১৮ ইং
২১ বৈশাখ,১৪২৫ বাং
রাত:১১.০৫
নিজ বাসভবন,
ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত