মন ভেজাবো চোখের জলে,
হৃদয় বেদনার অঞ্জলিতে।
ভালোবাসার অপেক্ষাতে,
হতাশার শ্বাস ফেলে।
কষ্টের কাঁটা বিধে আছে,
বেদনাময় জীবনের পথ ।
স্মৃতির ধারায় ভেসে আসে,
অশান্ত হৃদয়, বিষণ্ণ মন
চোখের জল নিঃস্ব আমি,
হৃদয় বেদনার অসীম ঘাটে।
ভালোবাসার মানুষটি যে,
হারিয়ে গেছে দূর দিগন্তে।
কষ্ট বেদনায় কাতর হয়ে,
বেদনাক্লিষ্ট জীবন সুরে ।
মন ভেজাবো চোখের জলে,
হৃদয় বেদনার অঞ্জলিতে।