এক মুঠো ভাতের জন‍্য,
গরীবেরা ছুটে হয়ে হন‍্য!
দেশ জাতি আর ধর্ম,
মনে হয় যেন অপকর্ম!
স্বাধীনতা, সংগ্ৰাম, মিলন-বিভেদে,
বন্ধন রচিবে কেমন প্রভেদে!
পল্লী শহর নগর বন্দর,
কোথায় আছে গরীবের আদর?
আজ‌ও লুন্ঠিত পথে মানবতা,
হিসাব রাখেনা এই সভ‍্যতা!
মাতা পিতা ভাই বন্ধু,
মনে হয় অপেয় সিন্ধু!
জন্ম আর মৃত্যুর খেলা,
প্রতি পদে শুধু অবহেলা!
গনতন্ত্রে দলতন্ত্র নাটকের বেশ,
ভোটের পরেতে অভিনয় শেষ!
হাত পা আছে তবু,
দুষ্ট কুষ্ট রোগের কাবু!
'কি চাও বাছা তুমি?'-
জিজ্ঞাসে জননী জন্ম-ভূমি!
উত্তরে-'এক মুঠো ভাত,
আর আশা ভরা প্রভাত!'

      ***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৮/০২/২০১৮ ইং
   ১৫ ফাল্গুন,১৪২৪ বাং
       সন্ধ্যা: ৬.১৯