নতুন!
সব কিছু নতুন,
তুমি নতুন আমিও নতুন!
এই পৃথিবী নতুন,
প্রতিটি মুহূর্ত নতুন!
আসলে পুরাতন বলে
কোন কিছু নেই;
কাল যে তুমি ছিলে,
আজ এলে নতুন করে,
পুরাতন কিছু নেই!
শীত বদলায়,
বসন্ত বদলায় নতুনের আশায়।
কোকিলের প্রতি বুলি;
নতুনের ভাষা,
বিবর্তনে যেন পাখিরও পিপাসা!
***********
ট্রেনে বসে; কুমারঘাট
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/০৩/২০১৮ ইং
২৮ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৭.৩৯