যন্ত্রের পাখিটা উড়ে চলে দূরে বহু দূরে,
মায়ের নালিশ ছিল একটাই-সেটা বলে যে কারে!
নবান্নের দিনে আজও কাঁদে 'গঙ্গা' কাঁদে 'দেও',
কারন কি জানো- দেশপ্রেমিক তোমরা কেউ?
সে কি আসবে ফিরে যে ডিঙালো অজেয় পর্বতেরে?
বিজয় পতাকা নিয়ে যে উঠেছিল কার্গিলের শিরে!
শূন্য এজলাস পড়ে আছে আজও বিচারের তরে,
বিচারপ্রার্থী যারা দাঁড়িয়ে রয়েছে তারা বিচারের ঘরে!
********
তাং: ০৮/০১/২০১৯ ইং